২৪ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ, ১৪৩২
ফেনীতে বর্ষবরণ ও লোকজ মেলার সমাপনি অনুষ্ঠানে ইথেরিয়াল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় "অবাক জলপান" মঞ্চস্থ
  • Updated Apr 21 2025
  • / 334 Read

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফেনী পিটিআই মাঠে ফেনী জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ ও লোকজ মেলার সমাপনি অনুষ্ঠানে মঞ্চস্থ হলো সুকুমার রায়ের জনপ্রিয় নাটক “অবাক জলপান”, যেখানে অভিনয় করে ইথেরিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।

 গতকাল অনুষ্ঠিত এই নাট্য পরিবেশনা ছিল বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী নাট্যকার ও নির্দেশক সুমন ইকবাল -এর নির্দেশনায় ফেনীর মঞ্চে চতুর্থ নাটক।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি এলজি গোলাম বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাছরিন কান্তা, এনডিসি তানভির আহমেদ  ফেনীর অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও ফেনীর সময়ের সম্পাতক শাহাদাত হেসেন।

 

শিশুদের প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ হয়ে অতিথিরা মঞ্চে উঠে এসে শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের উৎসাহ দেন। ডিডি এলজি গোলাম বাতেন বলেন, “শিশুদের অভিনয়ে যে নিষ্পাপ আবেগ ও দক্ষতা প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের নাট্যচর্চা শুধু শিক্ষার্থীদের সৃজনশীলতাই বাড়ায় না, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসও গড়ে তোলে। ফেনীর মঞ্চে এমন উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।”

 

 

তিনি আরও বলেন, ফেনীতে নাট্যচর্চার এমন উদ্যোগ সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও নতুন নাটক নিয়ে মঞ্চ আলোকিত হবে বলে আশা প্রকাশ করেন। অন্য অতিথিরাও ইথেরিয়াল স্কুলের এই সৃজনশীল প্রয়াসের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

নাটক শেষে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। ইথেরিয়াল স্কুলের এমন সাংস্কৃতিক আয়োজন ফেনীর শিল্প-সাহিত্যের অঙ্গনে এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Tags :

Share News

Copy Link

Comments *